প্রবাসী করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা এখন আরও সহজ ও ঝামেলাহীন। নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যার মাধ্যমে প্রবাসীরা এখন সরাসরি ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তবে সুবিধাজনক এই পদ্ধতি ব্যবহারে আগ্রহী করদাতার সংখ্যা ক্রমেই বাড়ছে।
এর আগে নিবন্ধনের সময় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল ওটিপি পাওয়া—যা পাঠানো হতো শুধুমাত্র বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক মোবাইল সিমে। ফলে প্রবাসীরা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারতেন না। এবার সেই জটিলতা দূর করে এনবিআর ব্যবস্থা নিয়েছে সরাসরি ই-মেইলভিত্তিক ওটিপি প্রেরণের।
নতুন প্রক্রিয়ায় প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, এনআইডি, ভিসার কপি, ছবি ও ই-মেইল ঠিকানা পাঠিয়ে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন করতে পারবেন। যাচাই শেষে তাদের ই-মেইলে পাঠানো হবে ওটিপি ও নিবন্ধন লিংক, যার মাধ্যমে সহজেই অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে।
এনবিআর জানায়, পুরো প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন। করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র (Acknowledgement Receipt) তৈরি করতে পারবেন এবং আয়কর সনদ অনলাইনে প্রিন্ট করা যাবে।
সংস্থার তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ করবর্ষে ইতোমধ্যে ৮ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন—যা ডিজিটাল কর ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণ।
এনবিআর সকল দেশি ও প্রবাসী করদাতাকে আগামী ৩০ নভেম্বর এর মধ্যে ই-রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।











