স্মৃতির পাতায় এখনো তীব্র সেই ২০১৮ সালের ক্ষত—যখন আফগানিস্তানের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অপমান সয়েছিল বাংলাদেশ। সাত বছর পর, একই প্রতিপক্ষের বিপক্ষে এবার সুযোগ এসেছে সেই পুরোনো হিসাব মিটিয়ে দেওয়ার।
শারজাহর মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। আগের দুই ম্যাচেই জয়ের স্বাদ পাওয়া জাকের আলি অনিকের দল এখন চোখ রাখছে হ্যাটট্রিক জয়ে, অর্থাৎ ঐতিহাসিক ধবলধোলাইয়ের দিকে।
ম্যাচের শুরুতে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত নিয়ন্ত্রণে রাখে আফগানদের ইনিংস। দলীয় ৩৯ রানের মধ্যেই প্রতিপক্ষ হারায় ৩ উইকেট, চাপে পড়ে যায় রাসুলির দল। এরপর ডারউইশ রাসুলি ও সেদিকউল্লাহ আতাল মিলে ৩৪ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন, তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
সাইফউদ্দিনের নিখুঁত ইয়র্কারে ২৮ রানে আউট হন সেদিকউল্লাহ। এরপর দ্রুত উইকেট হারিয়ে আফগানদের ইনিংস গড়াতে থাকে ভাঙনের পথে। স্কোরবোর্ডে তখন ৮ উইকেটে মাত্র ৯৮ রান। মনে হচ্ছিল, ১২০ রানও হয়তো ছোঁয়া সম্ভব নয়।
তবে শেষদিকে রাসুলি (৩২) ও মুজিব উর রহমানের (২১) ব্যাটে কিছুটা লড়াই ফিরে আসে। মুজিবের ব্যাট থেকে আসে তিনটি চার, যা আফগানিস্তানকে এনে দেয় ৯ উইকেটে ১৪৩ রানের সম্মানজনক সংগ্রহ।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন, ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁকে দারুণ সহায়তা দেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব, দুজনই নেন দুটি করে উইকেট।
এখন বাংলাদেশের সামনে একটাই লক্ষ্য — ১৪৪ রান তাড়া করে ধবলধোলাইয়ের মিষ্টি প্রতিশোধ নেওয়া। ইতিহাস গড়ার এই ম্যাচে সবাই তাকিয়ে আছে টাইগার ব্যাটারদের দিকে।











