শীতের ভরা মৌসুম চললেও রাজধানীর কাঁচাবাজারে ফেরেনি স্বস্তি। সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ শীতকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা জানান, ঘন কুয়াশার কারণে বিভিন্ন উৎপাদন এলাকা থেকে রাজধানীতে সবজি পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তাদের দাবি, এই মূল্যবৃদ্ধি সাময়িক।
বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। শশার দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১০ থেকে ১২০ টাকায়। ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৫ থেকে ২৫ টাকা। পাতাকপি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। শিম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। মুলার দাম কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ টাকায়। বেগুন কেজিতে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
বছরের এই সময়ে টমেটোর দাম সাধারণত কম থাকলেও এবার ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। বাজারে পাকা, কাঁচা ও আধাপাকা—সব ধরনের টমেটোর দামই কেজিতে ১০০ থেকে ১২০ টাকা। গত সপ্তাহে পাকা টমেটো বিক্রি হয়েছে ৮০ টাকায়।
এছাড়া ঢ্যাঁড়শ ও পটল কেজিতে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। উচ্ছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ৮৫ টাকায়। আলুর দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। শালগম, পেঁপে ও ব্রকলি কেজিতে মিলছে ৩০ থেকে ৫০ টাকায়।
মুরগি ও অন্যান্য পণ্যের দাম যেমন
গত সপ্তাহের তুলনায় ডিমের দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে মুরগির দাম। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আর পাকিস্তানি মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৬০ থেকে ২৭০ টাকায়। দেশি মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল প্রায় ৫৫০ টাকা। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়।
মাছের বাজার স্থিতিশীল
মাছের বাজারে তুলনামূলকভাবে স্থিতিশীলতা দেখা গেছে। পাঙাশ কেজিতে ১৭০ থেকে ২০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫৩০ টাকা এবং কৈ মাছ ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুই ৩২০ থেকে ৪২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৮০ টাকা, কাতলা ৩৪০ থেকে ৪৪০ টাকা এবং শিং মাছ ৩৪০ থেকে ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ও ডালের বাজারে স্বস্তি
অন্যদিকে পেঁয়াজ ও ডালের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। দেশি পেঁয়াজ কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। তবে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম অপরিবর্তিত থেকে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ডালের বাজারেও দাম কমেছে। মুগডাল কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বড় দানার মসুর ডালের দাম ১০ টাকা কমে দাঁড়িয়েছে ৯০ টাকায়।











