জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মির আবারও আলোচনায়—তবে এবার বাংলাদেশের দর্শকদের কারণে। বুধবার (৭ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “Hi Bangladesh, see you soon!”—সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশের পতাকা ইমোজি। এই এক লাইনেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তোলপাড়!
ভক্তদের প্রশ্ন এখন একটাই—কবে আসছেন আহাদ? কেউ লিখছেন, “ওনাকে সামনে থেকে দেখার অপেক্ষায় আছি,” আবার কেউ ভাবছেন, “তিনি কি কোনো প্রজেক্টে অংশ নিতে ঢাকায় আসছেন?”
তবে এখনো পরিষ্কার নয়, আহাদ রাজা মিরের এই সফর ব্যক্তিগত নাকি পেশাগত কারণে।
‘মিম সে মোহাব্বত’ সিরিজে তালহা আহমেদ চরিত্রে অভিনয় করে আহাদ রাজা মির পাকিস্তানের সীমা পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর অন্যান্য আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘ইয়াকিন কা সফর’, ‘রেসিডেন্ট ইভিল’ এবং ‘অঙ্গন’।
অভিনয়ের পাশাপাশি আহাদ একজন গায়কও—Coke Studio Pakistan-এ গান গেয়ে তিনি নিজের ভক্তবৃত্ত আরও বিস্তৃত করেছেন।
২০১৭ সালে ‘ইয়াকিন কা সফর’-এর মাধ্যমে বড় পরিচিতি পান তিনি। এরপর একের পর এক সফল ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। ২০২০ সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী সজল আলীকে, তবে দুই বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের। পরে সহঅভিনেত্রী দানানির মোবিন ও রামশা খান-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও কেউই তা নিশ্চিত করেননি।
আহাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্তমানে অনুসারী প্রায় ৩৬ লাখ, এবং বাংলাদেশের ভক্তরাও এখন তাঁর পরবর্তী পোস্টের দিকেই তাকিয়ে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ঢাকায় এসেছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, একটি বহুজাতিক ব্র্যান্ডের আমন্ত্রণে। ফলে অনেকেই ধারণা করছেন—আহাদ রাজা মিরও হয়তো কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড বা ওয়েব প্রজেক্টের অংশ হিসেবেই আসছেন ঢাকায়।











