বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:21 pm
October 29, 2025 8:21 pm

ওয়েম্বলিতে ইতিহাস: রেকর্ড ভাঙা কনসার্টে কোল্ডপ্লে

বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে তাদের চলমান বিশ্বভ্রমণী মিউজিক অব দ্য স্ফিয়ার্স ট্যুরের বর্ষশেষ কনসার্ট শেষ করল গত শুক্রবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। আর তাতেই গড়ে ওঠে একের পর এক রেকর্ড, যা তাদেরকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই কনসার্ট ছিল বিশ্বে প্রথম, যেখানে পুরো বিদ্যুৎ সরবরাহ এসেছে নবায়নযোগ্য জ্বালানি থেকে—এমনকি একটি জেনারেটরও ব্যবহার করা হয়নি।

মূলত লন্ডনের পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত তারিখ থেকে এক সপ্তাহ পিছিয়ে আয়োজিত এই কনসার্টকে ঘিরে ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। মঞ্চে উঠে ব্যান্ডের ভোকাল ক্রিস মার্টিন দর্শকদের উদ্দেশে বলেন,

“তারিখ বদলের জন্য অনেকের অসুবিধা হয়েছে জানি। তবে প্রতিশ্রুতি দিচ্ছি—এই শো হবে আগের যেকোনো কনসার্টের চেয়ে অন্তত ১৫ গুণ ভালো।”

রেকর্ডের ঝড়: ওয়েম্বলির ইতিহাসে কোল্ডপ্লে শীর্ষে

২০২২ থেকে ২০২৫ পর্যন্ত কোল্ডপ্লে ওয়েম্বলি স্টেডিয়ামে মোট ১৬টি কনসার্ট করেছে। শুধু চলতি বছরের আগস্টে শুরু হওয়া পর্বেই তারা দিয়েছে টানা ১০টি শো। এর আগে ২০২২ সালে করেছিল ছয়টি কনসার্ট।

শুধু ওয়েম্বলিতেই তাদের শোতে অংশ নিয়েছে ৮ লাখের বেশি দর্শক, যা এককভাবে এ স্টেডিয়ামের ইতিহাসে সর্বোচ্চ। এভাবে তারা ছাড়িয়ে গেছে পপ ও রক দুনিয়ার কিংবদন্তিদের: টেইলর সুইফট ও টেক দ্যাট (৮টি শো), ওয়েসিস ও মাইকেল জ্যাকসন (৭টি)।

আবেগে ভেসেছে দর্শক ও শিল্পী

কোল্ডপ্লে মানেই ভক্তদের জন্য অন্য রকম অভিজ্ঞতা—রঙিন আলো, সৃজনশীল মঞ্চ পরিবেশনা থেকে শুরু করে ব্যান্ড সদস্যদের হাস্যরসাত্মক আচরণ। এবারের শোতেও ছিল ব্যতিক্রম নয়। তবে গান শেষে ক্রিস মার্টিন আবেগাপ্লুত হয়ে একাধিকবার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভক্তেরাও প্রতিটি গানে একসঙ্গে গলা মেলান, কনসার্টের শেষ ভাগে অনেককে দেখা যায় অশ্রুসিক্ত অবস্থায়। কারণ—এই শোর পর দীর্ঘ বিরতিতে যাচ্ছে কোল্ডপ্লে।

অতিথি শিল্পীদের উপস্থিতি

শুধু কোল্ডপ্লেই নয়, তাদের সঙ্গে মঞ্চ মাতিয়েছে অন্যান্য শিল্পীও। ভেনেজুয়েলার সাইমন বলিভার ইয়ুথ অর্কেস্ট্রা এবং ফিলিস্তিনি-চিলিয়ান গায়িকা ইলিয়ানার পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে।

ট্যুরের বিস্তৃতি ও নতুন ঘোষণা

২০২২ সালে শুরু হওয়া ট্যুর ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে দুই শতাধিক শো, যা ঘুরে এসেছে প্রায় পুরো বিশ্ব। এখন পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টিকিট, যা এটিকে বিশ্বের সবচেয়ে দর্শকসমাগমপূর্ণ ট্যুরে পরিণত করেছে।

গত ৬ সেপ্টেম্বরের শোতে ক্রিস মার্টিন ঘোষণা দেন—ট্যুরে আরও ১৩৮টি কনসার্ট যুক্ত হবে, ফলে পুরো ট্যুর দাঁড়াবে অন্তত ৩৬০টি শোতে। দেড় বছরের বিরতির পর তারা আফ্রিকা মহাদেশ থেকে নতুন যাত্রা শুরু করবে।

আয়ের দিক থেকেও ইতিহাসের পথে

বিলবোর্ড বক্সস্কোরের তথ্য অনুযায়ী, ট্যুরের প্রথম ২১১টি কনসার্ট থেকে কোল্ডপ্লে আয় করেছে ১.৩৮ বিলিয়ন মার্কিন ডলার। বাকি ঘোষিত কনসার্টগুলো শেষ হলে ২০২৭ সালের মধ্যে এ আয় দাঁড়াতে পারে ২.৫ বিলিয়ন ডলারের বেশিতে। ফলে এগিয়ে যাবে টেইলর সুইফটের সফল Eras Tour–কেও।

নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার থেকে শুরু করে ওয়েম্বলিতে সর্বাধিক শো আয়োজন—মিউজিক অব দ্য স্ফিয়ার্স ট্যুরে কোল্ডপ্লে শুধু মিউজিকের ইতিহাসই নয়, পরিবেশবান্ধব সচেতনতারও নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

গানের শক্তি, প্রযুক্তি, দর্শক-সংযুক্তি আর একের পর এক রেকর্ড—সব মিলিয়ে বলা যায়, সঙ্গীতজগতে এক নতুন ইতিহাস গড়ে ফেলেছে ব্রিটিশ এই ব্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *