বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:21 pm
October 29, 2025 8:21 pm

ডেভিড এঙ্গারম্যানের বিশ্লেষণ: “উন্নয়নের নেতৃত্ব এখন রাষ্ট্র নয়, বেসরকারি খাতের হাতে”

সরকারি সহায়তা বা বিদেশি অনুদানের ওপর নির্ভরশীল উন্নয়নযুগ শেষের পথে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের অধ্যাপক ডেভিড সি. এঙ্গারম্যান। তাঁর মতে, বর্তমান সময় হচ্ছে “নতুন উন্নয়ন অর্থায়নের যুগ”, যেখানে উন্নয়ন প্রকল্পে মূল চালিকা শক্তি হবে বেসরকারি খাত ও বাজারনির্ভর বিনিয়োগ, রাষ্ট্র নয়।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগবাংলাদেশ অর্থনীতি সমিতি। সভাপতিত্ব করেন অধ্যাপক মাহবুব উল্লাহ, আর সঞ্চালনা করেন মোহাম্মদ হেলাল উদ্দিন

 উন্নয়নের নতুন বাস্তবতা

ডেভিড এঙ্গারম্যান বলেন, “দাতা রাষ্ট্র ও সংস্থার অনুদাননির্ভর উন্নয়ন প্রায় সাত দশক পর এখন পরিবর্তনের মুখে। উন্নয়নের অর্থায়ন এখন দান নয়, বরং ঋণ ও বিনিয়োগের মাধ্যমে আসছে। ফলে সম্পর্কটি এখন ‘দাতা-প্রাপক’ নয়, বরং ‘ঋণদাতা-ঋণগ্রহীতা’। এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংক, কর্পোরেশন ও সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা নিতে শুরু করেছে।”

তিনি উল্লেখ করেন, চীনের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” এর মতো প্রকল্পগুলো এই নতুন প্রবণতার প্রতীক। পশ্চিমা দাতা সংস্থাগুলোর বাইরে এখন উন্নয়নশীল দেশগুলোও নিজেদের বিনিয়োগ ও বাজারভিত্তিক অংশীদারিত্বে আগ্রহী হচ্ছে।

 দুর্নীতি ও চ্যালেঞ্জ

এঙ্গারম্যান বলেন, “দুর্নীতি উন্নয়নের সবচেয়ে বড় শত্রু। সরকারি বড় চুক্তি ও ক্রয়প্রক্রিয়া প্রায়ই দুর্নীতির সুযোগ তৈরি করে। যদিও বেসরকারি খাত সম্পূর্ণ স্বচ্ছ নয়, তবে প্রতিযোগিতামূলক কাঠামো দুর্নীতির মাত্রা কমাতে সহায়তা করে।”

 প্রযুক্তি ও বৈষম্যের ঝুঁকি

প্রযুক্তিগত অগ্রগতির প্রভাব নিয়ে তিনি সতর্ক করে বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যেমন উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে, তেমনি এটি দেশের ভেতরে এবং দেশগুলোর মধ্যেও বৈষম্য বাড়িয়ে দিতে পারে।”

 জাতীয়করণ প্রসঙ্গে

বাংলাদেশের স্বাধীনতার পর রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয়করণ তখনকার বাস্তব পরিস্থিতিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল, কিন্তু দুর্নীতি ও অদক্ষতা সেটিকে ব্যর্থ করে দেয়।”

 ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি

এঙ্গারম্যানের মতে, “উন্নয়নের আকাঙ্ক্ষা কখনও হারাবে না—কিন্তু এর ধরন বদলে যাবে। এখন উন্নয়ন মানে হবে উদ্ভাবন, বিনিয়োগ ও দক্ষ বেসরকারি উদ্যোগের মাধ্যমে টেকসই অগ্রগতি।”


DevelopmentEconomy, বেসরকারি_খাত, EconomicShift, GlobalDevelopment, DavidEngerman, YaleUniversity, BeltAndRoad, PrivateInvestment, NewDevelopmentEra, BangladeshEconomy, EconomicSeminar, DhakaUniversity, AidToLoanShift, CorruptionIssues, ArtificialIntelligence, SustainableGrowth, GlobalSouth, MarketDrivenDevelopment, FutureOfAid, DevelopmentPolicy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *