ফুটবল মাঠে অর্জনের শেষ নেই তাঁর। গোল, ট্রফি আর রেকর্ডে ভরপুর এক ক্যারিয়ার — এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি অনন্য সংযোজন। বিশ্বের প্রথম সক্রিয় ফুটবলার হিসেবে বিলিয়নেয়ারদের কাতারে নাম লিখিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
অর্থনীতি বিষয়ক খ্যাতনামা সংস্থা ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স–এর তথ্য অনুযায়ী, রোনালদোর মোট সম্পদের পরিমাণ এখন ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে মাঠে ও মাঠের বাইরে তাঁর পরিশ্রম, ব্র্যান্ড ভ্যালু এবং বাণিজ্যিক চুক্তিগুলোর ফলেই এই সাফল্য।
মাঠ থেকে মিলিয়ন—তারপর বিলিয়ন
রোনালদোর আর্থিক সাম্রাজ্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাঁর বর্তমান ক্লাব আল নাসর–এর সঙ্গে করা ৪০০ মিলিয়ন ডলারের রেকর্ড চুক্তি। পাশাপাশি নাইকি, আরমানি–সহ একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি তাঁকে পৌঁছে দিয়েছে অন্য উচ্চতায়।
পুরস্কার, গৌরব ও অবিরাম লক্ষ্য
বিশ্বকাপ ছাড়া ফুটবলের প্রায় সব বড় ট্রফিই তাঁর ঘরে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি খেলোয়াড়ের এখন নতুন লক্ষ্য—হাজার গোলের মাইলফলক ছোঁয়া।
রোনালদো বলেন,
“অনেকে বলে, এখন থামার সময় এসেছে। কিন্তু আমি থামব না, যতক্ষণ না হাজারতম গোলটা করি।”
পুরস্কারে নতুন স্বীকৃতি
সম্প্রতি ‘দ্য পর্তুগাল ফুটবল গ্লোবস’ পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার হাতে নিয়ে রোনালদো বলেন,
“এটি কোনো বিদায়ী পুরস্কার নয়; বরং এটি আমার বছরের পর বছর কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি ও উচ্চাকাঙ্ক্ষার স্বীকৃতি।”
অবসরের আগে শেষ বার্তা
৪০ বছর বয়সেও তাঁর ভেতরের আগুন এখনো অটুট। রোনালদোর ভাষায়,
“আমার হাতে সময় কম, কিন্তু যা আছে, তা আমি পুরোপুরি উপভোগ করতে চাই।”











