বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 12:56 pm
October 29, 2025 12:56 pm

অ্যাকশন হিরোইন রূপে ফিরছেন মাহিয়া মাহি, আসছে নতুন সিনেমা ‘অন্তর্যামী’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি কিছুদিনের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। রাজনীতিতে যোগ দেওয়া, নির্বাচন করা এবং পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর এবার তিনি ফিরছেন জমজমাট অ্যাকশন সিনেমা দিয়ে।

জানা গেছে, মাহি অভিনয় করছেন ‘অন্তর্যামী’ নামের নতুন সিনেমায়, যার পরিচালক সৈকত নাসির। সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সংস্থার কর্ণধার আব্দুল আজিজ নিশ্চিত করেছেন, এটি হবে মাহিয়া মাহির প্রত্যাবর্তনের সবচেয়ে শক্তিশালী প্রজেক্ট।

আব্দুল আজিজ বলেন,

“এটা মূলত লেডি অ্যাকশন ঘরানার সিনেমা। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে মাহি ও এক ৯ বছরের শিশু। পুরো ছবিতে কোনো নায়ক থাকবে না। ‘অগ্নি ২’-এর শেষ দৃশ্য যেখানে থেমেছিল, সেখান থেকেই শুরু হবে ‘অন্তর্যামী’। এটি এক সারভাইভাল থ্রিলার, যেখানে আগের চেয়েও ভয়ংকর অ্যাকশন দেখা যাবে।”

সিনেমাটির শুটিং শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে। এরপর অংশবিশেষ দৃশ্য ধারণ হবে থাইল্যান্ডবাংলাদেশে। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করবেন কলকাতার খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর বাবা যাদব

সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরেই বলে জানিয়েছেন নির্মাতা।

উল্লেখ্য, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে অতিথি চরিত্রে। তার আগে তিনি অভিনয় করেছিলেন ‘বুবুজান’ চলচ্চিত্রে।


?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *