বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় যেন নতুন প্রেরণার জোয়ার এনেছে আফগানিস্তান ক্রিকেটে। তিন ফরম্যাটের বাইরে এবার প্রতিফলন দেখা গেল আইসিসির ওয়ানডে র্যাংকিংয়েও— ফিরে এসেছে রশিদ খানের বোলিং রাজত্ব, অলরাউন্ডার তালিকার শীর্ষে আবারও আজমতউল্লাহ ওমরজাই, আর ব্যাট হাতে রেকর্ড গড়ে ইতিহাস লিখেছেন ইব্রাহিম জাদরান।
বাংলাদেশকে ৩–০ ব্যবধানে উড়িয়ে দেওয়া সিরিজের সেরা পারফরমার ছিলেন জাদরান। তিন ম্যাচে করেছেন ২১৩ রান, যা তাকে র্যাংকিংয়ে এক লাফে ৮ ধাপ উপরে এনে দিয়েছে। বর্তমানে তিনি দ্বিতীয় স্থানে, কেবল ভারতের শুবমান গিল আছেন তার উপরে। ব্যবধান মাত্র ২০ রেটিং পয়েন্ট—গিলের ৭৮৪, জাদরানের ৭৬৪।
এটি আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ র্যাংকিং পজিশন, যা দেশটির ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইলফলক।
বোলিং বিভাগে ফিরে এসেছেন আফগান স্পিনের জাদুকর রশিদ খান। বাংলাদেশ সিরিজে ১১ উইকেট নিয়ে তিনি আবারও ছুঁয়ে ফেলেছেন শীর্ষস্থান। তার এই উত্থানে পিছিয়ে গেছেন কেশব মহারাজ, মহীশ তিকশানা, জফরা আর্চার, কুলদীপ যাদব এবং বার্নার্ড স্কলজ।
অন্যদিকে অলরাউন্ডার তালিকায় দারুণ নৈপুণ্যে চূড়ায় ফিরেছেন আজমতউল্লাহ ওমরজাই। সিরিজে ৭ উইকেটের সঙ্গে ৬০ রান যোগ করে তিনি ছিনিয়ে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজার কাছ থেকে শীর্ষস্থান। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাজত্ব করার পর সাময়িকভাবে হারানো সেই অবস্থান এবার পুনরুদ্ধার করলেন তিনি।
বাংলাদেশের দিক থেকে দেখা যায়, ব্যাটারদের মধ্যে তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে এখন ৪২ নম্বরে, আর মেহেদী হাসান মিরাজ উন্নতি করে ৬৫তম স্থানে।
সব মিলিয়ে আফগান ক্রিকেট এখন ফর্ম ও ফর্মুলা—দুটিতেই রাজত্ব করছে বিশ্ব ওয়ানডে অঙ্গনে।











