বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:21 pm
October 29, 2025 8:21 pm

মেক্সিকোয় ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ৬৪ ছাড়াল, নিখোঁজ অন্তত ৬৫

প্রবল বর্ষণে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যায় মেক্সিকোর মধ্য ও পূর্বাঞ্চল তছনছ হয়ে গেছে। দেশটির কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৬৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।

মেক্সিকোর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান লাউরা ভেলাসকেজ জানান, ভারী বৃষ্টিপাতের কারণে নদীগুলো উপচে পড়ায় ভেরাক্রুজ, হিদালগো ও পুয়েবলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে নতুন করে ১৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানান তিনি।

দুর্যোগে বহু গ্রামের ঘরবাড়ি ভেসে গেছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে, আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কয়েকটি অঞ্চলের সঙ্গে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে পুরোদমে।

প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম বলেন, “আমরা একটি জাতীয় জরুরি পরিস্থিতির মুখে আছি। দশ হাজারেরও বেশি সেনা ও উদ্ধারকর্মী, নৌযান, বিমান এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায়।”

এছাড়া বন্যায় গৃহহীন হয়ে পড়া মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও চিকিৎসা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি বছর মেক্সিকোতে অস্বাভাবিক বৃষ্টিপাত ও জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। রাজধানী মেক্সিকো সিটিতেও এ বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *