বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 9:54 am
October 29, 2025 9:54 am

ঈদে পর্দায় তিন নায়কের তিন মিশন

ঢালিউডে এখন আলোচনার কেন্দ্রে তিন জনপ্রিয় মুখ—শাকিব খান, আফরান নিশো ও শরিফুল রাজ। তিনজনই তাদের নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন, আর লক্ষ্য একটাই—আগামী ঈদে দর্শকদের উপহার দেওয়া বড় আয়োজনের চলচ্চিত্র।

শাকিব খানের ‘প্রিন্স’

দীর্ঘ সময় ধরে ঢালিউডে রাজত্ব করা শাকিব খান এবার ফিরছেন নতুন রূপে। তার অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটিতে থাকছে রোমান্স, ক্রাইম ও অ্যাকশনের দারুণ মিশেল। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত এই ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ।
বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমাটির সিনেমাটোগ্রাফিতে যুক্ত হয়েছেন বলিউডের অভিজ্ঞ ডিওপি অমিত রায়। নির্মাতা জানান, “আমরা দর্শকদের এমন ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে চাই, যা আগে কখনো পর্দায় দেখা যায়নি।”
‘প্রিন্স’-এ শাকিবের বিপরীতে থাকছেন তিন নায়িকা—যাদের মধ্যে দুইজন পরিচিত মুখ, আর একজন নতুন। আগামী রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি।

আফরান নিশোর ‘দম’

টেলিভিশন থেকে বড় পর্দায় যাত্রা শুরু করে ইতিমধ্যেই নিজের অবস্থান পোক্ত করেছেন আফরান নিশো। এবার তিনি আসছেন ‘দম’ সিনেমা নিয়ে। এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি—এই তিন প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি শুট হবে কাজাখস্তানে।
সিনেমার গল্প বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি, যেখানে এক সাধারণ মানুষের টিকে থাকার লড়াই ফুটে উঠবে। পরিচালক রেদওয়ান রনি বলছেন, “দম মানেই নিঃশ্বাস—এই সিনেমা ঠিক তেমনই টানটান ও জীবন্ত।”
অভিনেত্রী পূজা চেরি থাকছেন নিশোর বিপরীতে, আর চঞ্চল চৌধুরীও থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

শরিফুল রাজের ‘বনলতা এক্সপ্রেস’

‘উৎসব’খ্যাত পরিচালক তানিম নূর এবার হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মাণ করছেন ‘বনলতা এক্সপ্রেস’। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও।
পরিচালক আপাতত অভিনেতাদের পূর্ণ তালিকা প্রকাশ না করলেও সূত্র জানায়, এতে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম দুজনকেই দেখা যাবে কেন্দ্রীয় ভূমিকায়।
সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বরের শেষে, মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। তানিম নূর জানিয়েছেন, “বনলতা এক্সপ্রেস হবে এমন এক যাত্রা, যা দর্শকদের আবেগ ও বিস্ময়ে ভরিয়ে দেবে।”

তিন নায়ক, তিন গল্প, তিন ভিন্ন আবহ—তবু লক্ষ্য একটাই, ঈদের পর্দা মাতানো। দর্শকদের জন্য ২০২৫ সালের ঈদ তাই হতে যাচ্ছে এক রোমাঞ্চকর সিনেমা মৌসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *