নেপালে বিলুপ্ত সংসদ পুনর্বহালের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক বিক্ষোভ সমাবেশ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন)–এর চেয়ারম্যান কেপি শর্মা ওলি এই বিক্ষোভের নেতৃত্ব দেন। নেপালি গণমাধ্যম মাই রিপাবলিকা জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতা-কর্মীর অংশগ্রহণে রাজধানীর কেন্দ্রীয় এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
কেপি শর্মা ওলি তাঁর বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, হঠাৎ করে সংসদ বিলুপ্ত করা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বড় আঘাত, যা জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করে। সংসদ পুনর্বহালের দাবিকে তিনি সময়ের প্রয়োজন বলে উল্লেখ করেন।
বিক্ষোভের আগের দিন সিপিএন নতুন একটি ইউনিট—“জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী”—গঠনের ঘোষণা দেয়। দলটির দাবি, রাজনৈতিক অস্থিরতার সময়ে সংগঠনের কার্যক্রম সমন্বয় করতে এই বাহিনী কাজ করবে।
ছাত্র আন্দোলনের চাপে চলতি বছরের সেপ্টেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন কেপি ওলি। তবে দলীয় ও জাতীয় রাজনীতিতে তাঁর প্রভাব এখনো দৃশ্যমান, যা শনিবারের সমাবেশে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে।










