বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 3:43 am
January 16, 2026 3:43 am

নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে মো. তারেক রহমান

নতুন রাজনৈতিক দল আমজনতা’র সদস্যসচিব মো. তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) থেকে দলটির নিবন্ধন না পাওয়াকেDemonstration হিসেবে বর্ণনা করে আজ (মঙ্গলবার) বিকেল চারটায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনের ডাক দিয়েছেন। তিনি নিজের ফেসবুক পেজে অনশনের খবর দেন এবং এ বিষয়ে প্রতিবাদ জানান।

তারেক রহমান ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে’ এক দল মাত্র এক মাস আগে দল করে নিবন্ধন পেয়েছে—যার উদাহরণ তিনি উল্লেখ করে বলেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা নেমেছেন। তিনি আরও দাবি করেন, আগে নির্বাচন কমিশন যে কোনো প্রক্রিয়ায় কোনো দলকে নিবন্ধনের নাম ঘোষণা করলে তা পরে স্থগিত রাখা হয়েছে; এ ঘটনায় যারা দায়ী তাদের শাস্তি থাকা দরকার।

তিনি পোস্টে সতর্ক করে বলেন, “আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না; রাজনীতি শুধু বুর্জোয়ার জন্য—এ অবস্থা মান্য করা হবে না। যদি তাদের দাবিগুলো মেনেই নেওয়া না হয়, অনশন আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে।”

নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি। অনশনের স্থায়িত্ব, অংশগ্রহণকারীর সংখ্যা এবং কমিশনের সাড়া সম্পর্কে পরবর্তী প্রতিবেদন পাওয়া মাত্র সংবাদে তা আপডেট করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *