বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:25 pm
October 29, 2025 8:25 pm

পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের সেনাপ্রধান: ‘মানচিত্রে টিকে থাকতে হলে সন্ত্রাসবাদ বন্ধ করো’

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালু রাখলে পাকিস্তান তার ভৌগোলিক অবস্থানই হারাতে পারে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজস্থানের অনুপগড়ে সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে দ্বিবেদী বলেন, “অপারেশন সিন্দুর ১.০-তে আমরা ধৈর্য দেখিয়েছিলাম, কিন্তু এবার আমরা সংযমী থাকব না। আমাদের পদক্ষেপ পাকিস্তানকে বুঝিয়ে দেবে—ভূগোলে নিজেদের জায়গা ধরে রাখতে চাইলে সন্ত্রাসবাদকে বিদায় জানাতেই হবে।”

তিনি সৈন্যদের উদ্দেশে আরও যোগ করেন, “ঈশ্বরের ইচ্ছায় তোমরা খুব শিগগিরই নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবে। তাই প্রস্তুত থাকো।”

এনডিটিভি জানায়, এ বক্তব্য এসেছে ভারতের বিমানবাহিনীর প্রধান এপি সিং-এর একদিন আগের কঠোর মন্তব্যের পরপরই।

দ্বিবেদী আরও জানান, ভারত সন্ত্রাসীদের ঘাঁটি, প্রশিক্ষণকেন্দ্র এবং মূল পরিকল্পনাকারীদের নিশ্চিহ্ন করাকেই অগ্রাধিকার দিচ্ছে। অপারেশন সিন্দুর চলাকালীন ভারত চেষ্টা করেছে যাতে কোনো নিরীহ প্রাণহানি না ঘটে এবং অযথা সামরিক স্থাপনা ধ্বংস না হয়।

উল্লেখ্য, গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান প্রায় যুদ্ধাবস্থায় পৌঁছে যায়। দুই দেশই একে অপরের ভেতরে বিমান হামলা চালায় এবং একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। তীব্র উত্তেজনার জেরে বৈশ্বিক চাপের মুখে অবশেষে ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *