বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 2:16 am
January 16, 2026 2:16 am

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা স্থগিত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার সরকারি প্রজ্ঞাপন আপাতত স্থগিত করা হয়েছে। বিষয়টি শুক্রবার (২৪ অক্টোবর) নিশ্চিত করেছেন বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম।

তিনি জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দেন। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি জানান।

এর আগে ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল— সিভিল এভিয়েশন রুলস ১৯৮৪-এর সাব রুল ১৬ অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করা হলো, যা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেই ঘোষণাটি এখন স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে দেশি ও বিদেশি এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *