বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:28 pm
October 29, 2025 8:28 pm

শেখ হাসিনাসহ ২৬১ জনের বিরুদ্ধে আদালত পত্রিকায় হাজিরার বিজ্ঞপ্তি জারি

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সহকারী মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু পুলিশ জানায়, আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর পর আদালত পলাতক আসামিদের পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার পরবর্তী প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে ১১ নভেম্বর।

গত ২৭ মার্চ সিআইডি’র সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে ৩০ জুলাই মোট ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১১ সেপ্টেম্বর আসামিদের জন্য দেশত্যাগ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে আয়োজিত ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনা সহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন এবং দেশবিরোধী বক্তব্য দেন, যা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *