আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও অস্থিরতার ইঙ্গিত দেখছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে যেমন প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে, তেমনি নির্বাচনী আকাশে কালো মেঘও ঘনীভূত হচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ চায় ভোট দিতে, চায় জনপ্রতিনিধি বেছে নিতে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও পারস্পরিক বিদ্বেষের কারণে সেই প্রত্যাশা পূরণের পথে বাধা আসতে পারে।”
গণআন্দোলনের ভূমিকা প্রসঙ্গে নুরুল হক নুর সতর্ক করে বলেন, “যদি সরকারবিরোধী শক্তিগুলো—বিএনপি, জামায়াত কিংবা আমরা সবাই—অতি মাত্রায় সরকারবিরোধী প্রচারণায় লিপ্ত হয়ে পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত করে তুলি, তাহলে তার ফল কারো জন্যই ভালো হবে না।”
তিনি স্মরণ করিয়ে দেন, “আমরা সবসময় বলেছি—খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি এক সূত্রে বাঁধা। ফ্যাসিবাদ পতনের পর আমরা গণতন্ত্রের শ্বাস নিতে পারছি, বিএনপি নেতাকর্মীরাও মুক্তি পেয়েছেন। সময়ের সঙ্গে আমাদের বক্তব্যই বাস্তবে প্রতিফলিত হচ্ছে।”
শহরের চৌরাস্তায় আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন দলের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান সাদ্দাম এবং জেলা সদস্য সচিব মো. শাহ আলম সিকদার।
বিভিন্ন ইউনিট থেকে শতাধিক নেতা-কর্মী সমাবেশে উপস্থিত হন।











