উজান থেকে নেমে আসা প্রবল স্রোত আর অবিরাম বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি হঠাৎ করেই বিপৎসীমা অতিক্রম করেছে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর থেকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হতে দেখা যায়। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পানি বেড়েছে ৮২ সেন্টিমিটার, যা স্থানীয়দের মধ্যে বন্যা আতঙ্ক সৃষ্টি করেছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC) জানায়, ভারতীয় উজানে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে শুধু তিস্তা নয়, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
আগামী ১২ ঘণ্টার মধ্যে এই নদীগুলোর পানি বিপৎসীমা ছুঁয়ে বা অতিক্রম করে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
এই পরিস্থিতিতে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ছিল বিপৎসীমার ৭২ সেন্টিমিটার নিচে। কিন্তু দিন গড়াতেই উজানের ঢলে পানি দ্রুত বাড়তে শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত পানি নিষ্কাশন করা যায়।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন,
“উজানে টানা ভারি বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে যাচ্ছে। এতে নদীর তীরবর্তী চরাঞ্চলে অস্থায়ী বন্যা দেখা দিতে পারে। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।”
বর্তমানে স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতির ওপর নজরদারি বাড়িয়েছে।











