বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:20 pm
October 29, 2025 8:20 pm

ভুয়া ঋণ অ্যাপ ও ওয়েবসাইটের ফাঁদে পড়বেন না — সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি কিছু ভুয়া ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ বাংলাদেশ ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নাম ও লোগো ব্যবহার করে ঋণ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। এইসব প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফের কোনো সম্পর্ক নেই—বরং এগুলোর মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা চলছে।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সতর্কবার্তায় বলা হয়, এ ধরনের অ্যাপ ও ওয়েবসাইটে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা ই-মেইল সংক্রান্ত কোনো তথ্য না দিতে। এসব তথ্য সংগ্রহ করে প্রতারকরা ব্যক্তিগত ও আর্থিক ক্ষতি ঘটাতে পারে।

বাংলাদেশ ব্যাংকের ভাষায়,

“ভুয়া ওয়েবসাইট বা অ্যাপে কোনো সংবেদনশীল তথ্য বা আর্থিক লেনদেন করবেন না। এতে আর্থিক ক্ষতি ও আইনি ঝুঁকি তৈরি হতে পারে।”

যেসব ওয়েবসাইটে প্রতারণার আশঙ্কা রয়েছে—

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪–এর ১৫(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া জনসাধারণের কাছ থেকে বিনিয়োগ নেওয়া বা ঋণ দেওয়ার উদ্দেশ্যে কোনো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় শাস্তি হতে পারে।

বাংলাদেশ ব্যাংক সবাইকে অনুরোধ করেছে — যেকোনো ধরনের ঋণ বা বিনিয়োগের আগে প্রতিষ্ঠানটির অনুমোদন ও বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়ার জন্য। সচেতন থাকুন, প্রতারণা এড়িয়ে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *