বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 12:56 am
January 16, 2026 12:56 am

দেশে কমল সোনার দাম, আজ থেকে নতুন মূল্য কার্যকর

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্য সমন্বয় এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৩৫৩ টাকা। ফলে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।

বাজুসের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতেই দামের এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমে যাওয়ায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত এই মূল্য তালিকা আজ শুক্রবার থেকেই কার্যকর হয়েছে।

ঘোষণা অনুযায়ী নতুন দাম হলো—
২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২,০৮,১৬৭ টাকা,
২১ ক্যারেট প্রতি ভরি ১,৯৮,৬৯৬ টাকা,
১৮ ক্যারেট প্রতি ভরি ১,৭০,৩১৮ টাকা,
এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১,৪১,৬৪৮ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠনের নির্ধারিত কমপক্ষে ৬ শতাংশ মজুরি যোগ হবে। ডিজাইন ও কারুকাজ অনুযায়ী এ মজুরি কিছুটা ওঠানামা করতে পারে।

অন্যদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি রুপার দাম ২,৬০১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *