বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 1:10 am
January 16, 2026 1:10 am

হার্দিকের লড়াইয়ের পাল্টা বোলারদের ভেল্কি, প্রোটিয়াদের দুরমুষ করে সিরিজ় শুরু ভারতের

কটক ম্যাচের আগে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন এই পিচে সাফল্য পেতে গেলে রান তাড়া করতে হবে। কিন্তু ভারতের যা কপাল তাতে সেই সুযোগ হয়নি। কারণ এই ম্যাচে টস হেরেছেন সূর্যকুমার যাদব। প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্কর‌্যাম টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান। আর সেটাই ব্যাকফায়ার করল। সিরিজ়ের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা মাত্র ৭৪ রানে গুটিয়ে গেল আর ভারত জিতল ১০১ রানে।

এই ম্যাচে ভারতের ওপেনিং ও টপ অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি। ওপেনার অভিষেক শর্মা, শুবমান গিল ব্যর্থ হন। গিল প্রথম ওভারে চার রান করে আউট হন। অন্যদিকে অভিষেক শর্মা ১২ বলে ১৭ করে ফেরেন। সূর্যকুমার যাদব ফেরেন ১২ রান করে। শুবমান গিল ও সূর্যকুমার যাদব একই কায়দায় আউট হন। চার নম্বরে ব্যাট করতে নামা তিলক বর্মা ধরে খেলার চেষ্টা করেও পারেননি, সেই একই রোগে ফেরেন। ৩২ বলে তিনি করেন মাত্র ২৬ রান।

একমাত্র ক্রিজে টেকেন হার্দিক পান্ডিয়া। তাঁর ইনিংস দেখে মনে হচ্ছিল তিনি হয়তো অন্য পিচে খেলছেন। ২৮ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন হার্দিক। ইনিংসে ছিল ছয়টা চার ও চারটে ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ভারত তোলে ১৭৫ রান।

দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি নেন তিনটে। সিপামলা নেন দুটো ও একটি উইকেট নেন ডোনোভান ফেরেরা।

রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটারই সুবিধা করতে পারেননি। নতুন বলে বাজিমাত করেন অর্শদীপ সিং। কেন তিনি টি-টোয়েন্টি স্পেশালিস্ট সেটা প্রমাণ করলেন। ইনিংসের প্রথম বলেই নিলেন কুইন্টন ডি ককের উইকেট। বাইরের বল ডাইভ করতে গিয়ে স্লিপে থাকা অভিষেকের হাতে ক্যাচ তোলেন। এর পর এক এক করে ফিরতে থাকেন আইডেন মার্ক‌র‌্যাম, ত্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলারদের মতো ম্যাচ উইনাররা। ম্যাচ যত এগোতে থাকে পিচ থেকে তত বেশি সাহায্য পেতে থাকেন বোলাররা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২২ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস।

এই ম্যাচে ভারতের সবচেয়ে বড় পাওনা বোলিং। ছয় বোলারই উইকেট পান। অর্শদীপ সং, জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল দুটো করে উইকেট নেন। একটি করে নেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। এদের দাপটে ১২.৩ ওভারে ৭৪ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *