শীতের আগে জরুরি সহায়তা প্রয়োজন লাখো মানুষের
আসন্ন শীতের আগে আশ্রয়ের সংকটে পড়েছেন আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) জানিয়েছে, জরুরি ভিত্তিতে নিরাপদ ও স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা না হলে পরিবারগুলোর জীবন ঝুঁকির মুখে পড়বে।
ভূমিকম্পের প্রভাব
-
৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
-
প্রাণ হারায় ২,২০০ জনের বেশি মানুষ।
-
ধ্বংস হয় অন্তত ৮ হাজারের বেশি ঘরবাড়ি।
-
ক্ষতিগ্রস্ত হন প্রায় ১৩ লাখ মানুষ।
বর্তমান অবস্থা
অনেক পরিবার এখনো তাঁবু, অস্থায়ী আশ্রয় কিংবা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। আইএফআরসি মিশন প্রধান জয় সিংহাল বলেছেন—
“শীত নামছে, আর শুধু তাঁবু দিয়ে বাঁচা সম্ভব নয়। মানুষকে টিকিয়ে রাখতে নিরাপদ, উষ্ণ ও মর্যাদাপূর্ণ আশ্রয় জরুরি।”
সহায়তা কার্যক্রম
-
কুনার প্রদেশে ১১ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী শিবিরে বসবাস করছে।
-
সেখানে আফগান রেড ক্রিসেন্ট সরবরাহ করছে তাঁবু, গরম খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী।
অর্থসংকট
আইএফআরসি জানিয়েছে, তাদের ৩১.৩৭ মিলিয়ন ডলারের জরুরি তহবিল আহ্বান এখনো এক-তৃতীয়াংশও পূরণ হয়নি। অর্থের অভাবে বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশ্রয়, খাদ্য ও সুরক্ষা সহায়তা বাড়ানো যাচ্ছে না।
অতিরিক্ত সংকট
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সতর্ক করেছে, অস্থায়ী শিবিরে অনিরাপদ পরিবেশ ও ব্যক্তিগত গোপনীয়তার অভাবে নারী-শিশুরা চরম ঝুঁকিতে আছে।
এর পাশাপাশি আফগানিস্তান এখন বহুমুখী সংকটে জর্জরিত—
-
ব্যাপক অপুষ্টি
-
২০২৫ সালে ইরান ও পাকিস্তান থেকে ফেরত আসা প্রায় ১৭ লাখ নাগরিকের পুনর্বাসন সংকট











