বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 3:40 am
January 16, 2026 3:40 am

মার্শ ঝড়: নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই দারুণ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। স্বাগতিক নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে ছয় উইকেট আর ২১ বল হাতে রেখেই। ম্যাচের নায়ক নিঃসন্দেহে মিচেল মার্শ, যিনি একাই ঝড় তুলেছেন ব্যাট হাতে।

প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৬ উইকেটে তোলে ১৮১ রান। দলের পক্ষে অভিষিক্ত ব্যাটার টিম রবিনসন খেলেন দুর্দান্ত ইনিংস—৬৬ বলে অপরাজিত ১০৬ রান। তবে শুরুতেই কিউইদের ব্যাটিং লাইনআপ চাপে ফেলে দেন জশ হ্যাজলউড ও বেন ডোয়ারশুইস, দ্রুত পড়ে যায় তিন উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে মার্শ শুরু থেকেই চালিয়ে যান আক্রমণ। মাত্র ৪৩ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় খেলেন বিধ্বংসী ৮৫ রানের ইনিংস। ওপেনার ট্রাভিস হেড করেন ৩১, ম্যাথু শর্ট ২৯ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া টিম ডেভিড ও অ্যালেক্স কেরিও ম্যাচ সহজ করে তোলেন।

শেষ পর্যন্ত মাত্র ১৬.৩ ওভারে ১৮২ রানের টার্গেট ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।
এর ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *