বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 2:11 am
January 16, 2026 2:11 am

দেয়ালে হিযবুত তাহরীরের পোস্টার, আটক ৫

কুড়িগ্রামে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়েছে। এ ঘটনায় আজ বুধবার (৩১ ডিসেম্বর) কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্র জানায়, বুধবার দুপুরে জেলা শহরের কলেজমোড়সহ একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। খবর পেয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে থানা ও ডিবি পুলিশ।

পরে খলিলগঞ্জ বাজারসংলগ্ন স্থান থেকে রংপুরগামী একটি মিনি বাসের গতিরোধ করে ভেতরে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়।আটকরা হলেন জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।

জাবের আল রাহিয়ান বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)-এর  কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ফার্মেসি বিভাগ এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর শিক্ষার্থী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানিয়েছে পুলিশ।

ডিবি জানায়, পোস্টার সাঁটানোর স্থানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে আটক তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে এসে হিযবুত তাহরীরের প্রচারণার কাজ করছিলেন। তারা ঢাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এদিকে, আটক তরুণদের সাঁটানো পোস্টার সরিয়ে দিয়েছে পুলিশ।

পাঁচ তরুণকে আটকের পরপরই পুলিশকে সাঁটানো পোস্টার তুলে ফেলতে দেখা যায়।পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার সাঁটানোর দায় স্বীকার করেছেন। আরো জিজ্ঞসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *