বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:28 pm
October 29, 2025 8:28 pm

দাবি না মানলে ‘যমুনা ঘেরাও’— হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষকরা

দীর্ঘ তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি শেষে শাহবাগ থেকে সরে গেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার বিকেল ৫টার কিছু আগে তারা সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন। তবে আন্দোলনের মুখ্য দাবিগুলো পূরণ না হলে ‘যমুনা ঘেরাও’ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।

দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যরা। তাদের তিন দফা দাবি—
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা,
ন্যূনতম ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা,
কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।

বিক্ষোভ চলাকালে শাহবাগের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

আন্দোলনরত শিক্ষকরা জানান, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষিত হয়েছে। সরকার যদি দ্রুত দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন,

“আমরা ন্যায্য দাবির জন্য আন্দোলন করছি। শিক্ষকরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়ে একচুলও পিছু হটবে না। আমাদের কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ না হলে আন্দোলন চলবে।”

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে শাহবাগ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিলেন দেলাওয়ার হোসেন আজিজী। বুধবারের আন্দোলনে অংশ নিতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও শিক্ষক-কর্মচারীরা যোগ দেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *