বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:25 pm
October 29, 2025 8:25 pm

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, আজ থেকেই কার্যকর নতুন মূল্য

দেশে আবারও বেড়েছে সোনার দাম। টানা কয়েক দফা বৃদ্ধির পর এবার ভরিপ্রতি প্রায় আড়াই হাজার টাকা বাড়িয়ে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (pure gold) দামের ঊর্ধ্বগতির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণায় বলা হয়, ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার নতুন দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা— যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দামের তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট: ২,১৬,৩৩২ টাকা প্রতি ভরি
  • ২১ ক্যারেট: ২,০৬,৪৯৯ টাকা প্রতি ভরি
  • ১৮ ক্যারেট: ১,৭৭,০০১ টাকা প্রতি ভরি
  • সনাতন পদ্ধতি: ১,৪৭,৩৫১ টাকা প্রতি ভরি

বাজুস জানায়, ঘোষিত মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫% ভ্যাট এবং সংগঠনের নির্ধারিত ৬% মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরির হার কিছুটা পার্থক্য থাকতে পারে।

অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের তথ্যমতে,

  • ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬,২০৫ টাকা,
  • ২১ ক্যারেট ৫,৯১৪ টাকা,
  • ১৮ ক্যারেট ৫,০৭৪ টাকা,
  • সনাতন পদ্ধতি ৩,৮০২ টাকা।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক স্বর্ণবাজারের অস্থিরতা এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এই দামের উর্ধ্বগতির অন্যতম কারণ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *