বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সৌভাগ্যের ভেন্যু চট্টগ্রাম এবার আবারও রঙিন হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ—দুই দলই এখন অবস্থান করছে বন্দরনগরীতে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে। আর সেই সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে, ঐতিহাসিক সিআরবি প্রাঙ্গণে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার ট্রফি উন্মোচনে এনেছে নতুনত্ব। চট্টগ্রামে প্রথমবার হলেও, এর আগেও বিসিবি এমন ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছিল—সিলেটের চা বাগানে ট্রফি উন্মোচনের আয়োজন করেছিল তারা। ক্রিকেটের সাথে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে যুক্ত করার সেই ধারাবাহিকতাই এবার দেখা গেল সিআরবিতে।
ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের স্থাপনা সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ যৌথভাবে উন্মোচন করেন সিরিজের ট্রফি। উন্মোচনের পর তারা অংশ নেন ফটোসেশনে, যা ঘিরে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল উচ্ছ্বাস।
বিসিবির ক্রিকেট ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ক্রিকেটের মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এই উদ্যোগে সহযোগিতা করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড।
আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
বাংলাদেশ দলের স্কোয়াডে রয়েছেন—লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান।
চট্টগ্রামের মানুষ যেমন ক্রিকেটপ্রেমে উন্মুখ, তেমনি বিসিবির এই ব্যতিক্রমী আয়োজন যেন সিরিজকে ঘিরে উৎসবের আবহে পরিণত করেছে পুরো শহরকে।











