বলিউডের কিং শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবার দিল্লি হাইকোর্টের সমনের মুখে। সাবেক এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের দায়ের করা মামলার ভিত্তিতেই আদালত এই সমন জারি করেছে।বুধবার (৮ অক্টোবর) হাইকোর্ট এই নির্দেশ দেয় এবং জানায়, মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর।
ওয়াংখেড়ে অভিযোগ করেছেন, আরিয়ান খান পরিচালিত এবং রেড চিলিজ প্রযোজিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ তাকে বিদ্রূপ ও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। এর জের ধরে তিনি শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন।
যদিও সিরিজে কোথাও ওয়াংখেড়ের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবুও এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে অনেকটা তার অনুরূপভাবে দেখানো হয়েছে বলে দর্শকদের ধারণা। সিরিজটির একটি দৃশ্যে এক চরিত্রকে “সত্যমেব জয়তে” বলার পর মধ্যমা আঙুল প্রদর্শন করতে দেখা যায়, যা ওয়াংখেড়ের দাবি অনুযায়ী ভারতের জাতীয় প্রতীকের অবমাননা এবং ১৯৭১ সালের ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট’-এর লঙ্ঘন।
উল্লেখ্য, ২০২১ সালে মুম্বইয়ের এক ক্রুজ পার্টিতে মাদক কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করে এনসিবি। তখনই ওয়াংখেড়ে ছিলেন ওই অভিযানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সেই ঘটনার রেশ এখনো কাটেনি, বরং নতুন করে আদালতের দ্বারস্থ হওয়ার মধ্য দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছে এই বিতর্ক।
#ShahRukhKhan, #RedChilliesEntertainment, #Netflix, #DelhiHighCourt, #SameerWankhede, #AryanKhan, #BollywoodControversy, #DefamationCase, #TheBadsOfBollywood, #DrugCase2021, #NCB, #IndianCourt, #LegalDrama, #EntertainmentNews, #BollywoodUpdate, #GauriKhan, #StreamingPlatform, #NationalHonorAct, #BollywoodSeries, #BanglaEnglishMix











