চট্টগ্রামের সাগরিকায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াই। সিরিজের সূচনালগ্নে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
উইকেটে সামান্য ঘাস থাকলেও রৌদ্রের তাপে তা শুকিয়ে গেছে, যা ব্যাটসম্যানদের সহায়ক হতে পারে—এই বিষয়টি মাথায় রেখেই ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ক্যারিবীয়দের। ওপেনিংয়ে থাকছেন ব্র্যান্ডন কিং ও আলিক আতানাজে, তিন নম্বরে নিজেই নেমে আসবেন অধিনায়ক হোপ। এরপর রাদারফোর্ড, রস্টন চেজ, ও রোভম্যান পাওয়েল— এই তিন পাওয়ারহিটার গড়বেন মিডল অর্ডার। নিচে অভিজ্ঞ জেসন হোল্ডার ও অলরাউন্ডার রোমারিও শেফার্ড শক্তি যোগাবেন ব্যাটে-বলে। স্পিনে আকিল হোসেইন ও খারি পিয়েরে, আর পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন জেডেন সিলস।
বাংলাদেশও আজ নতুন ভারসাম্যের সঙ্গে মাঠে নামছে। নেতৃত্বে ফিরেছেন লিটন কুমার দাস, যিনি উইকেটরক্ষকের ভূমিকাও পালন করবেন। ওপেনিংয়ে থাকছেন তরুণ তানজিদ হাসান তামিম, তিনে সাইফ হাসান। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী। লেগ স্পিনে ভরসা রিশাদ হোসেন, সঙ্গে বাঁহাতি স্পিনে নাসুম আহমেদ। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
দেশের মাঠে এই সিরিজ বাংলাদেশের তরুণদের জন্য বড় এক সুযোগ নিজেদের প্রমাণ করার। ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে হলে লিটনদের চাই নিখুঁত লাইন-লেংথ আর পরিকল্পিত বোলিং।
দুই দলের একাদশ:
ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, আলিক আতানাজে, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারফেন রাদারফোর্ড, রস্টন চেজ, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে, জেডেন সিলস।
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।











