বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 3:21 pm
October 29, 2025 3:21 pm

ডায়াবেটিসে গুড় কি সত্যিই নিরাপদ? বিশেষজ্ঞরা জানালেন বিপদের কথা

ডায়াবেটিস রোগীরা প্রায়ই চিনির বিকল্প হিসেবে গুড় খাওয়াকে নিরাপদ ভেবে নেন। কিন্তু বাস্তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষজ্ঞদের মতে, গুড় যতই প্রাকৃতিক হোক না কেন, এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতে চিনির মতোই কার্যকর।

গুড় মূলত আখ বা খেজুরের রস থেকে তৈরি হয় এবং এতে লোহা, পটাশিয়াম, ক্যালসিয়ামসহ কিছু পুষ্টিগুণ থাকলেও এর প্রধান উপাদান হলো সুক্রোজ—যা দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। প্রতি ১০০ গ্রাম গুড়ে প্রায় ৩৮০ ক্যালরি থাকে, যা ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

চিনির তুলনায় গুড়ের গ্লাইসেমিক ইনডেক্সও বেশি। অর্থাৎ এটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে হার্ট, কিডনি ও চোখের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই ডায়াবেটিকদের জন্য গুড় কোনোভাবেই ‘চিনির বিকল্প’ নয়।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ডায়াবেটিক রোগীদের এমন খাবার বেছে নেওয়া উচিত যার গ্লাইসেমিক ইনডেক্স কম এবং যা রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ায়। ফলমূল, শাকসবজি ও আঁশযুক্ত খাবার এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।

অতএব, প্রাকৃতিক মনে হলেও গুড় ডায়াবেটিক রোগীদের জন্য নিরাপদ নয়—বরং এটি রোগের জটিলতা আরও বাড়িয়ে দিতে পারে।

#DiabetesCare, #ডায়াবেটিস, #Gur, #Jaggery, #HealthTips, #BloodSugar, #GlycemicIndex, #NaturalSweetener, #SugarAlternative, #HealthAwareness, #Nutrition, #HealthyEating, #BanglaHealth, #Wellness, #FoodSafety

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *