বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন এবার যাচ্ছেন লন্ডনে। অংশ নিতে যাচ্ছেন প্রবাসীদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন—‘লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ২০২৫’-এ। উদীচী যুক্তরাজ্য শাখার আয়োজনে আসন্ন ১৯ অক্টোবর, রবিবার লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ উৎসব, যেখানে মঞ্চ মাতাবেন এই প্রখ্যাত শিল্পী।
আজ (রবিবার) যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন তিনি। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন পরিবেশন করবেন তাঁর জনপ্রিয় ক্লাসিক গানগুলো, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের খ্যাতনামা সংগীতশিল্পীরা। বাংলাদেশ থেকে চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল সঙ্গীতায়োজন করবেন, আর যুক্তরাজ্যের স্থানীয় শিল্পীরাও যুক্ত হবেন এই পরিবেশনায়। একই মঞ্চে পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মৌসুমী ভৌমিক।
গণমাধ্যমে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন,
“বিদেশের মঞ্চে যখন গান গাই, মনে হয় পুরো বাংলাদেশ আমার সামনে। আমাদের গান শুনে প্রবাসীরা যে ভালোবাসা দেন, সেটাই সবচেয়ে বড় পুরস্কার। এবারও চেষ্টা করব তাদের মন ছুঁয়ে যেতে।”
১৬তম লন্ডন বাংলা বইমেলা এবারও থাকবে বইপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা হিসেবে। দিনব্যাপী এই উৎসবের প্রথম পর্ব চলবে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত—যেখানে থাকবে কবিতা পাঠ, আবৃত্তি, শিশু-কিশোরদের পরিবেশনা ও আলোচনা সভা।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে বিশেষ সংগীতানুষ্ঠান, যেখানে থাকবে সাবিনা ইয়াসমিন ও মৌসুমী ভৌমিকের গান।
অনুষ্ঠান শেষে ২৫ অক্টোবর দেশে ফেরার কথা জানিয়েছেন সাবিনা ইয়াসমিন।











