বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 1:03 am
January 16, 2026 1:03 am

আইইএলটিএস-এ ভুল ফলাফল ৮০ হাজার শিক্ষার্থীর, বাংলাদেশে প্রশ্নফাঁস

বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও হাজার হাজার অভিবাসীকে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের পরিচালিত আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়া ৮০ হাজারের মতো পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে। এদের মধ্যে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।

সেইসঙ্গে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অন্য অভিবাসীদের ভিসা দেওয়া হয়েছে যারা ভিসা পাওয়ার যোগ্য ছিলেন না। এ তথ্য সামনে আসার পর থেকেই অযোগ্য এসব অভিবাসীদের নির্বাসিত করার দাবি জানাচ্ছে কনজারভেটিভ পার্টি।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিপ্রতিবছর সারা বিশ্বে ৩৬ লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।

২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালে সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল পেয়েছেন। আইইএলটিএস কর্তৃপক্ষ এর পেছনে ‘প্রযুক্তিগত ত্রুটি’কে দায়ী করে বলেছে, এর ফলে অল্প কিছু পরীক্ষায় লিসেনিং এবং রিডিং পরীক্ষা কিছুটা প্রভাবিত হয়েছে। তারা বলছে, এই ত্রুটির ফলে মাত্র ১ শতাংশ পরীক্ষা প্রভাবিত হয়েছে।

টিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট অ্যান্ড ইডুকেশন কম্পানি আইডিপি-এর যৌথ পরিচালনায় ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষা নেওয়া হয়।

যদিও এই সংখ্যা প্রায় ৭৮ হাজার পরীক্ষার সমান।

সম্প্রতি পরীক্ষার ফলাফল প্রদানে এই ত্রুটির বিষয়টি ধরা পড়ে। গত মাসে এক বিবৃতিতে আইইএলটিএস কর্তৃপক্ষ সঠিক ফলাফল প্রদান করতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করে।

এদিকে চিকিৎসকরা সতর্ক করে বলছেন, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস)-এর অনেক অভিবাসী কর্মী ইংরেজি ভাষায়  দক্ষতা অনেক কম। ফলে রোগীর স্বাস্থ্য ও চিকিৎসা ঝুঁকির মুখে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *