বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 12:50 am
January 16, 2026 12:50 am

টানা তিন দিন পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট কমেনি। টানা ৩ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে অবস্থান করায় এই জেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রচণ্ড ঠাণ্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না দিনমজুররা। সেই সঙ্গে হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও।

আজ সোমবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। যদিও আজ ঘন কুয়াশা ছিল না।

গত দুই দিন এই জেলায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রির ঘরে।

সে হিসাবে আজ তাপমাত্রা আরো কমে শীত বেশি অনুভূত হচ্ছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরেই অবস্থান করছে। ডিসেম্বরের শুরুতেই এমন অবস্থা তৈরি হওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরো জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *