বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 9:56 am
October 29, 2025 9:56 am

আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল জিম্বাবুয়ে

বুলাওয়েতে বছরের শুরুতে আফগানিস্তানের কাছে ৭২ রানে হারের প্রতিশোধটা দারুণভাবেই নিল জিম্বাবুয়ে। হারারের মাটিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে দুই দলের টেস্ট মুখোমুখি পরিসংখ্যানে এখন সমতা—৫ ম্যাচে জিম্বাবুয়ে ২ জয়, আফগানিস্তান ২ জয়, বাকি ১টি ড্র।

ব্যাটে-বলে জিম্বাবুয়ের দাপট

আফগানিস্তানের প্রথম ইনিংস মাত্র ১২৭ রানে গুটিয়ে দেওয়ার পর জিম্বাবুয়ে তুলে ফেলে ৩৫৯ রানের শক্ত সংগ্রহ। ব্যাট হাতে নেতৃত্ব দেন বেন কারান, যিনি ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি (১২১ রান) করেন। তার সঙ্গে সিকান্দার রাজা খেলেন ৬৫ রানের দায়িত্বশীল ইনিংস।

প্রথম ইনিংসে ২৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। দলীয় ৬০ রানের মধ্যেই তারা হারায় ৪ উইকেট।

আফগান ব্যাটিং বিপর্যয়

বাহির শাহ (৩২) ও আফসার জাজাই (১৮) পঞ্চম উইকেটে ৪৯ রানের জুটি গড়ে সামান্য প্রতিরোধের ইঙ্গিত দিলেও তা টেকেনি বেশিক্ষণ। শেষ পর্যন্ত ১৫৯ রানে অলআউট হয় আফগানিস্তান। ওপেনার ইব্রাহিম জাদরান দলের সর্বোচ্চ ৪২ রান করেন।

জিম্বাবুয়ের বোলিংয়ের উজ্জ্বলতা

দ্বিতীয় ইনিংসে বল হাতে আগুন ঝরান বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা— তুলে নেন ৫ উইকেট। প্রথম ইনিংসের মতোই ধারাবাহিক ছিলেন ব্লেসিং মুজারাবানি, দুটি ইনিংস মিলিয়ে শিকার করেন ৬ উইকেট (৩+৩)। বাকি দুটি উইকেট দখল করেন তানকা চিভাঙ্গা।

ম্যাচের সেরা বেন কারান

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে জিম্বাবুয়ের জয়ে মুখ্য ভূমিকা রাখেন বেন কারান। ১৫ চারে সাজানো ১২১ রানের ইনিংসটির সুবাদেই তিনি হন ম্যাচসেরা। অন্যদিকে আফগানিস্তানের পক্ষে জিয়াউর রহমান ইনিংসে ৭ উইকেট নিয়েও দলের পরাজয় ঠেকাতে পারেননি।

প্রতিশোধের পূর্ণতা

এই জয়ে আফগানিস্তানের বিপক্ষে পুরোনো পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি জিম্বাবুয়ে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। ঘরের মাঠে এমন জয় তাদের জন্য বড় প্রেরণা হয়ে থাকবে আসন্ন আন্তর্জাতিক সূচির আগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *