বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:20 pm
October 29, 2025 8:20 pm

পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে ১০০ কোটি ডলারের মাদক জব্দ

পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের মাদক উদ্ধার করেছে। সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে দুটি নৌযান থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথামফেটামিন ও কোকেন জব্দ করা হয়েছে।

সিএমএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি পৃথক অভিযানে নৌযানগুলোকে আটক করে। প্রথম অভিযানে ১৮ অক্টোবর ৮২ কোটি ২৪ লাখ ডলার মূল্যের দুই টনের বেশি ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করা হয়। এরপর দ্বিতীয় অভিযানে ৩৫০ কেজি আইস এবং ৫০ কেজি কোকেন সহ মোট প্রায় ১৫ কোটি ডলার মূল্যের মাদক উদ্ধার করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, জব্দকৃত নৌযানগুলোর কোনো নির্দিষ্ট জাতীয়তা নেই। এসব অভিযান সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড টাস্ক ফোর্স ১৫০-এর সমর্থনে পরিচালিত হয়েছে। কমান্ডার ফাহাদ আলজোয়াইদ জানিয়েছেন, এটি সিএমএফের জন্য সবচেয়ে সফল মাদক জব্দ অভিযানের মধ্যে একটি।

সিএমএফ একটি ৪৭ দেশের সমন্বয়ে গঠিত নৌ অংশীদারি, যা বিশ্বের গুরুত্বপূর্ণ শিপিং লেনসহ ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমা পরিদর্শন করে অবৈধ চোরাচালান রোধের দায়িত্বে রয়েছে। পাকিস্তান নৌবাহিনী এই অর্জনকে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বৈশ্বিক শান্তি ও সমুদ্রে অবৈধ পাচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *