বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:28 pm
October 29, 2025 8:28 pm

তিন বিভাগে বৃষ্টির আভাস, আবহাওয়ার পরিবর্তন টের পাবে দেশ

দেশের তিনটি বিভাগে — বরিশাল, চট্টগ্রাম ও সিলেট — আগামী তিন দিন (৭২ ঘণ্টা) বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু উপকূলে পৌঁছেছে, যা পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার গতিপথে প্রভাব ফেলতে পারে।

বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে সক্রিয় থাকা লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, “সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশ থেকে উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এটি ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে এবং আরও স্থলভাগের দিকে যেতে পারে।”

আগামী তিন দিনের আবহাওয়ার চিত্র

  • বুধবার থেকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত: বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দুই-এক জায়গায় হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক, আকাশ আংশিক মেঘলা।

  • বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (২৪ অক্টোবর): একই তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তাপমাত্রায় সামান্য হ্রাস দেখা যেতে পারে।

  • শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়: খুলনা বিভাগও যুক্ত হতে পারে বৃষ্টিপ্রবণ অঞ্চলের তালিকায়। সারাদেশে তাপমাত্রা আরও সামান্য কমে যাওয়ার আভাস মিলেছে।

তাপমাত্রা ও আকাশের অবস্থা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বৃষ্টিপাতের ফলে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমবে। আকাশ থাকবে আংশিক মেঘলা এবং বাতাসে আর্দ্রতা তুলনামূলক বেশি থাকবে।

বঙ্গোপসাগরে নজর

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে এই লঘুচাপটি নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে সেটি উপকূলীয় অঞ্চলে সামান্য প্রভাব ফেললেও বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই।

দেশের দক্ষিণাঞ্চলের জেলেদের সাগরে বিচক্ষণভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে এবং গভীর সাগরে যেতে না বলা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *