বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 10:40 pm
October 29, 2025 10:40 pm

পাঁচ দিনের বিরতির পর আবার সচল বেনাপোল স্থলবন্দর

শারদীয় দুর্গাপূজার টানা ছুটির কারণে বন্ধ থাকার পর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই দুই দেশের মধ্যে পুনরায় পণ্য আদান-প্রদান শুরু হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে ভারতীয় প্রায় ১০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। তবে ওই সময়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য ভারতে রপ্তানি হয়নি।

প্রতিদিন গড়ে আড়াই হাজার মেট্রিক টনের বেশি পণ্য এই বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি হয়, যা বাংলাদেশ-ভারত স্থলবাণিজ্যের প্রায় ৭০ শতাংশ জুড়ে রাখে। কয়েক দিনের স্থবিরতার পর পণ্য প্রবাহ সচল হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পেয়েছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সমঝোতায় ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে শনিবার সকাল থেকে বন্দর আবার আগের মতো সচল হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারতের দুর্গাপূজার সরকারি ছুটির কারণে কার্যক্রম কয়েকদিন স্থগিত ছিল। আজ থেকে স্বাভাবিকভাবে চালু হওয়ায় ব্যবসায়ী মহলে নতুন করে গতি এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *