বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 15, 2026 11:16 pm
January 15, 2026 11:16 pm

 শীতে চুলের সুরক্ষায় মেথি-তেলের গুরুত্ব বাড়ছে

শীতের সময় চুল ও মাথার ত্বক স্বাভাবিকভাবেই শুষ্ক হয়ে পড়ে। ফলে এই সময়ে শ্যাম্পুর আগে তেল ব্যবহার করা শুধু প্রয়োজনই নয়, বরং চুলের স্বাস্থ্য রক্ষার গুরুত্বপূর্ণ ধাপ। বিশেষজ্ঞদের মতে, শীতকালে মেথি-নারকেল তেলের মিশ্রণ চুলের জন্য বিশেষভাবে উপকারী।

মেথি-তেল বানাতে নারকেল তেলের সঙ্গে মেথি দানা সিদ্ধ করে ঠান্ডা হলে কাচের বোতলে সংরক্ষণ করা যায়। শ্যাম্পুর আগের রাতে হালকা গরম মেথি-তেল স্ক্যাল্পে ম্যাসাজ করলে শীতজনিত ক্ষতি থেকে চুলকে রক্ষা করে এবং পুষ্টি শোষণ আরও বাড়ে।

মেথিতে থাকা প্রাকৃতিক উপাদান চুলের গোড়া শক্ত করতে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমতে থাকে এবং মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ায়, ফলে নতুন চুল ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। যাদের চুল দ্রুত বাড়ে না, তাদের ক্ষেত্রেও মেথি-তেলের ব্যবহার কার্যকর বলে মনে করা হয়।

শীতকালে চুলের সবচেয়ে বড় সমস্যা হলো রুক্ষতা। মেথি-তেল চুলে প্রাকৃতিক আর্দ্রতা ফিরিয়ে এনে শুষ্কতা দূর করে, চুলকে করে তুলতে পারে নরম ও মসৃণ। পাশাপাশি মাঝপথে চুল ভেঙে যাওয়া কিংবা ডগা ফেটে যাওয়ার মতো সমস্যা কমাতেও এই তেল কার্যকর ভূমিকা রাখে।

নিয়মিত মেথি-তেল ব্যবহার চুলকে ঘন, শক্ত ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করে—এমন মতই জানিয়েছেন চুলের যত্ন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *