বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 15, 2026 11:18 pm
January 15, 2026 11:18 pm

নতুন বছরে ইমরান–ন্যান্সির গানে ফিরছে চিরকালীন সুরের নতুন আয়োজন

বাংলা সিনেমার সঙ্গীত ঐতিহ্যে ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানটির অবস্থান অনন্য। আলম খানের সুর, মিল্টন খন্দকারের লেখা আর এন্ড্রু কিশোরের অমর কণ্ঠ—সব মিলিয়ে এটি আজো কালজয়ী। প্রায় তিন দশক পর সেই গানই নতুনভাবে ফিরে আসছে আধুনিক আয়োজনে। অনুপম মিউজিক প্রকাশ করছে এর নতুন সংস্করণ—‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী ইমরান মাহমুদুল ও ন্যান্সি।

গানটি নতুন করে লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে কাজ করলেন ইমরান–ন্যান্সি জুটি। রেকর্ডিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এই জুটি সর্বশেষ একসঙ্গে গেয়েছিলেন ‘লিপস্টিক’ ছবির ‘নিন্দুকে’ গানটি।

গানটি নিয়ে ইমরান জানান, মূল গানের জনপ্রিয়তা এতটাই গভীর যে, সেটির হুকলাইন ধরে সম্পূর্ণ নতুন কম্পোজিশন তৈরি করা হয়েছে সতর্কতা ও যত্নের সঙ্গে। তাঁর ভাষ্যে, অনেক দিন পর ন্যান্সির সঙ্গে কাজ করতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত এবং বিশ্বাস করেন নতুন সংস্করণটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।

ন্যান্সি জানান, এ গানের প্রতি শ্রোতাদের আবেগ অনেক পুরোনো। নতুন লেখায় যে সতেজতা এসেছে, তা শ্রোতাদের প্রত্যাশা আরও বাড়িয়েছে। তিনি মনে করেন, নতুন কম্পোজিশনের হুকলাইনও শ্রোতাদের কাছে দ্রুত গ্রহণযোগ্য হবে।

নতুন সংস্করণের জন্য নির্মিত হচ্ছে বৃহৎ পরিসরের মিউজিক ভিডিও। পরিচালক সৈকত রেজা মালয়েশিয়ায় শুটিং করবেন বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

এর পাশাপাশি ইমরানের সুর ও সংগীতে ন্যান্সিকে নিয়ে আরেকটি নতুন গানও রেকর্ড হয়েছে, যেখানে সহশিল্পী মিলন। গানটির কথাও লিখেছেন ইমরান।

Tags: Imran Mahmudul, Nancy, Bangla Music, Anupom Music, New Song Release, আমি পাথরে ফুল ফোটাব, Music Video Malaysia, Ahmed Rizvi Lyrics, Bangla Media News, Modern Remake, Film Song Revival, ইমরান ন্যান্সি নতুন গান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *