বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 15, 2026 11:13 pm
January 15, 2026 11:13 pm

সিনে দুনিয়ায় পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন মাধুরী দীক্ষিত

চলচ্চিত্র শিল্পে নারী-পুরুষ শিল্পীদের পারিশ্রমিকে দীর্ঘদিনের বৈষম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বহুদিন ধরেই নায়িকাদের অভিযোগ—একই পরিশ্রম ও সমান সাফল্য সত্ত্বেও অভিনেতাদের তুলনায় তাদের পারিশ্রমিক কম নির্ধারিত হয়। সম্প্রতি বলিউডে আট ঘণ্টার শুটিং শিফট দাবি করে এই আলোচনাকে সামনে আনেন দীপিকা পাড়ুকোন। এবার সেই ধারাবাহিকতায় নিজের অবস্থান তুলে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

মাধুরী মনে করেন, শুধু চলচ্চিত্র নয়—পারিশ্রমিকের অসাম্য প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান। ক্যারিয়ারের শুরু থেকেই প্রথমসারির অভিনেতাদের সঙ্গে কাজ করলেও তিনি স্পষ্ট ভাষায় বলেন, নারী শিল্পীরা তাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাওয়ার অধিকারী। তিনি বলেন, সমান কাজের জন্য সমান পারিশ্রমিক নিশ্চিত হওয়া জরুরি, যদিও তিনি পুরুষ শিল্পীদের চেয়ে বেশি পারিশ্রমিক দাবি করার পক্ষে নন। বরং তিনি চান ন্যায্যতার ভিত্তিতে একটি ভারসাম্য তৈরি হোক।

শুটিং সময়সীমা নিয়ে সাম্প্রতিক বিতর্কেও তিনি মত প্রকাশ করেন। ‘মিসেস দেশপাণ্ডে’ ছবির কাজের অভিজ্ঞতা উল্লেখ করে মাধুরী জানান, তিনি নিজে দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত হলেও, প্রত্যেক শিল্পীর নিজের সক্ষমতা অনুযায়ী কাজের সময় বেছে নেওয়ার অধিকার রয়েছে। তার ভাষায়, কাউকে নির্দিষ্ট সময়সীমা মানতে বাধ্য করা উচিত নয়; বরং প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করা প্রয়োজন।

নারী শিল্পীদের অধিকার, কর্মপরিবেশ ও সম্মানজনক পারিশ্রমিক নিয়ে এই আলোচনার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে পুরোনো প্রশ্ন—চলচ্চিত্র অঙ্গনে সমতা কবে প্রতিষ্ঠিত হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *