বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 11:46 pm
October 29, 2025 11:46 pm

ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে যাচ্ছে সুমুদ ফ্লোটিলা হামলার অভিযোগ

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি হামলার অভিযোগ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ তোলা হবে। বহরে থাকা আইনজীবীরা জানিয়েছেন, ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন ও সামুদ্রিক আইন লঙ্ঘন করেছে—এসব ঘটনার নথি ইতোমধ্যে প্রস্তুত করা হচ্ছে।

ভূমধ্যসাগরে জাহাজে অবস্থানরত আল জাজিরার সাংবাদিক হাসান মাসুদ বৃহস্পতিবার (২ অক্টোবর) এক লাইভ প্রতিবেদনে জানান, নৌবহরের আইনজীবীরা সব প্রমাণ সংগ্রহ করছেন। তিনি বলেন, “আমরা প্রতিটি ক্যামেরা পর্যবেক্ষণ করছি। কয়েকটি জাহাজ এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে। এমনকি একটি মাত্র জাহাজ পৌঁছালেও, সেটিই অবরোধ ভাঙার প্রতীক হবে।”

তিনি আরও জানান, ইতালির সিসিলি থেকে আরেকটি নতুন বহর গাজা অভিমুখে যাত্রা করেছে। এটি প্রমাণ করে, কর্মীরা ক্ষুধার্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি জনগণের কাছে পৌঁছাতে বদ্ধপরিকর।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, নৌ-কমান্ডোরা গ্লোবাল ফ্লোটিলার প্রায় ৪০টি জাহাজে উঠে পড়ে এবং জিপিএস সিগন্যাল বন্ধ করে শত শত অংশগ্রহণকারীকে আটক করে। এর মধ্যে নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা এবং সুপরিচিত জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। এক ভিডিওতে দেখা যায়, গ্রেটা সৈন্য পরিবেষ্টিত ডেকের ওপর বসে আছেন।

ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তুরস্ক একে সরাসরি “সন্ত্রাসী কর্মকাণ্ড” বলে নিন্দা জানায়। একই সঙ্গে স্পেন, ইতালি, জার্মানি, গ্রিসসহ একাধিক দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *