বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 5:03 am
January 16, 2026 5:03 am

 “৯০০ কোটি টাকার মালিক?” – তন্ময় ভাট নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনে যা বললেন তিনি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ও কৌতুক অভিনেতা তন্ময় ভাট আবারও আলোচনায়—তবে এবার মজার কোনো ভিডিও বা রোস্ট কনটেন্ট নয়, বরং তাঁর সম্পদের অঙ্ক নিয়ে! সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তন্ময়ের মোট সম্পদ নাকি ৬৬৫ কোটি রুপি, অর্থাৎ প্রায় ৯০০ কোটি টাকা। এমন খবর ছড়িয়ে পড়তেই ইন্টারনেট জুড়ে হইচই পড়ে গেছে।

তন্ময়ের রিয়্যাকশন

খবরটা ভাইরাল হতেই হাস্যরসাত্মক ভঙ্গিতে প্রতিক্রিয়া দেন তন্ময়। এক্স (Twitter)-এ লিখেছেন,

“ভাই, এত টাকা থাকলে ইউটিউবে মেম্বারশিপ বিক্রি করতে হতো না!”

তাঁর এই মজার জবাবে একজন ফলোয়ার মন্তব্য করেন,

“তন্ময় ভাই, ৬৬৫ কোটির মধ্যে ১০–২০ কোটি আমাকে দিয়ে দিন না! আপনার তো কিছুই কমবে না!”

তন্ময়ের সম্পদ নিয়ে এর আগে ২০২৪ সালেও এমন গুজব ছড়িয়েছিল। তখনও তিনি সরাসরি জানিয়েছিলেন, “এই খবর একদমই ভিত্তিহীন, পুরোপুরি ভুল ধারণা।”

কে এই তন্ময় ভাট?

তন্ময় ভাট মূলত কৌতুকাভিনেতা, স্ক্রিপ্টরাইটার ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর। তিনি ২০১২ সালে একটি বিতর্কিত স্ট্যান্ড-আপ শো-এর মাধ্যমে আলোচনায় আসেন। পরবর্তীতে অ্যামাজন প্রাইমের “Comicstaan” শো-তে বিচারক হিসেবেও যুক্ত ছিলেন।
২০১৯ সালে তিনি নিজের YouTube Channel – “Tanmay Bhat” চালু করেন, যেখানে ভ্লগ, কমেডি স্কেচ ও রিঅ্যাকশন ভিডিওর মাধ্যমে কোটি ভিউ অর্জন করেন।

তন্ময়ের ভাষায়, “কনটেন্ট তৈরি করা মানে শুধু হাসানো নয়—এটা চিন্তা, বিতর্ক আর বাস্তবতা দেখানোরও জায়গা।”

তাই ৯০০ কোটি টাকার মালিক হোক বা না হোক, এক জিনিস স্পষ্ট—তন্ময় ভাট এখনো ভারতের অন্যতম প্রভাবশালী ডিজিটাল মুখ।

#TanmayBhat, #YouTuberNews, #IndianComedian, #ComedyCreator, #ViralNews, #FakeNetWorthNews, #TanmayBhatReaction, #SocialMediaBuzz, #YouTubeIndia, #ContentCreator, #ComedyVideo, #DigitalInfluencer, #FunnyTweet, #InternetRumor, #EntertainmentNews, #HindustanTimes, #ViralIndia, #TanmayBhat900Crore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *