আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫ এখন টানটান উত্তেজনার পর্যায়ে। প্রতিটি ম্যাচেই সেমিফাইনালের সমীকরণ বদলে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের শিবিরে এসেছে বড় সুখবর—চোট কাটিয়ে দলে ফিরছেন পেস সেনসেশন মারুফা আক্তার।
নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ দল এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয় পেয়েছে। আজ শুক্রবার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু বিকেল সাড়ে ৩টায়।
ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন মারুফা। ৫ ওভার বল করে মাত্র ২৮ রান খরচায় তুলে নিয়েছিলেন ট্যামি বোমন্ট ও অ্যামি জোন্সের গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। সেই ধাক্কায় কিছুটা ভেঙে পড়ে দল, আর ইংল্যান্ড জয় নিশ্চিত করে ৪৬.১ ওভারে।
তবে এবার সুখবর—মারুফা পুরোপুরি ফিট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন,
“মারুফা এখন সম্পূর্ণ সুস্থ। অনুশীলনে নিয়মিত বল করছেন এবং কোনো অস্বস্তি নেই। আগের ম্যাচেও বল করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নেয়নি।”
এখন প্রশ্ন, নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁকে একাদশে রাখা হবে কি না। দলের পেস আক্রমণে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস আনতে তাঁর ফেরাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ২৮টি ওয়ানডে ম্যাচে মারুফার ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে দলের অন্যতম নির্ভরযোগ্য বোলারে পরিণত করেছে। তাঁর প্রত্যাবর্তন মানে টিম ম্যানেজমেন্টের জন্য বড় শক্তি, আর ভক্তদের জন্য নতুন আশার আলো।











