বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:28 pm
October 29, 2025 8:28 pm

ঢাকার বিশেষ জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর এম আনিছুর রহমান

ঢাকা বিশেষ জজ আদালত-৪ এ নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যাডভোকেট এম আনিছুর রহমান আনিছ

গত সোমবার (৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সানা মো. মাহ্‌রুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের পর প্রথম কর্মদিবসে আদালত প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ এবং সহকর্মী পাবলিক প্রসিকিউটররা।

বরিশালের হিজলা উপজেলার মুন্সীবাড়ীর সন্তান অ্যাডভোকেট আনিছুর রহমান দীর্ঘদিন ধরে আইন অঙ্গনের সঙ্গে যুক্ত। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর বিএনপির আইন সহায়তা সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পিপি আনিছুর রহমান বলেন,

“বিচারপ্রক্রিয়াকে সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক রাখতে আমি সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই। এজন্য সহকর্মী ও সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *