দীর্ঘ অবকাশকালীন বিরতির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৯ অক্টোবর (রোববার)। এদিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ‘সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে’ আইনজীবী নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারপতিগণ এই অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবী সমাজের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তির অনুলিপি হাইকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার, প্রধান বিচারপতির একান্ত সচিব, স্পেশাল অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে বলে নিশ্চিত করা হয়।
প্রতিবছরের মতো এবারও অবকাশ শেষে প্রথম কর্মদিবসটি আনুষ্ঠানিক ও সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বলে জানা গেছে।











