বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:24 pm
October 29, 2025 8:24 pm

১৯ অক্টোবর খুলছে সুপ্রিম কোর্ট, অবকাশ শেষে প্রথম কার্যদিবসে সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ অবকাশকালীন বিরতির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৯ অক্টোবর (রোববার)। এদিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ‘সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে’ আইনজীবী নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারপতিগণ এই অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবী সমাজের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তির অনুলিপি হাইকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার, প্রধান বিচারপতির একান্ত সচিব, স্পেশাল অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে বলে নিশ্চিত করা হয়।

প্রতিবছরের মতো এবারও অবকাশ শেষে প্রথম কর্মদিবসটি আনুষ্ঠানিক ও সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *