বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 3:42 am
January 16, 2026 3:42 am

বাংলাদেশের রোমাঞ্চকর জয়, সিরিজ নিশ্চিত এক ম্যাচ হাতে রেখেই

আফগানিস্তানের বিপক্ষে রান তাড়ায় নামতেই আবারও দেখা গেল পরিচিত সেই দৃশ্য—মাঝের ও লোয়ার মিডল অর্ডারে ধস। তবে এটাই এখন যেন বাংলাদেশের ব্যাটিংয়ের স্বাভাবিক চিত্র। তবুও শেষ হাসি তারা হেসেছে। প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও জয়ের গল্পটা একইরকম নাটকীয়।

টপ অর্ডারের ব্যর্থতার পর ধীরে ধীরে ম্যাচ হাতছাড়া হওয়ার মতো অবস্থা হয়েছিল। কিন্তু সঙ্কটময় সময়ে দায়িত্ব তুলে নেন নুরুল হাসান সোহান। আগের ম্যাচে তার সঙ্গী ছিলেন রিশাদ হোসেন, আজ পাশে পেলেন শরীফুল ইসলামকে। শেষ ওভারের আগেই ব্যাটে-বলে জমে ওঠা এই জুটি নিশ্চিত করে জয়ের দেখা।

৫ বল হাতে রেখেই ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ফিল সিমন্সের শিষ্যরা সিরিজ নিজেদের করে নেয়। টিমওয়ার্ক, ধৈর্য আর স্নায়ুর লড়াই—সবকিছুর মিশ্রণে তৈরি হলো এক স্মরণীয় জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *