এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ৪–৩ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে জামাল ভূঁইয়ার দল। আগামীকাল (সোমবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে আবার মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল এখন পূর্ণ প্রস্তুত। অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, আগের হারের জ্বালা ভুলে এখন একটাই লক্ষ্য—জয়।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে জামাল বলেন,
“ওই হারের পর থেকেই আমরা অপেক্ষা করছি এই ম্যাচের জন্য। হংকংকে তাদের মাঠে হারিয়ে তিন পয়েন্ট নিয়েই ফিরতে চাই।”
দলের হয়ে একই সুরে কথা বলেছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। তাঁর ভাষায়,
“জানি, স্টেডিয়ামে হংকংয়ের দর্শক বেশি থাকবে। কিন্তু মাঠে নামার পর এসব কিছু মাথায় থাকে না। আমাদের চোখ কেবল পূর্ণ তিন পয়েন্টে।”
বাংলাদেশের আগের পরাজয়ে রক্ষণভাগের ভুল ও গোলরক্ষক মিতুল মারমার পারফরম্যান্স নিয়ে সমালোচনা উঠেছিল। তবে দলীয় কোচ হাভিয়ের কাবরেরা শিষ্যের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
কাবরেরা বলেন,
“মিতুলকে নিয়ে অনেকে সমালোচনা করছেন, কিন্তু আমি তাকে ভিন্নভাবে দেখি। বিল্ডআপে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার কাছে সে দলের অন্যতম সেরা খেলোয়াড়।”
কাই তাক স্টেডিয়ামে ম্যাচটি হবে বাংলাদেশের জন্য প্রতিশোধ ও আত্মসম্মান রক্ষার লড়াই। আগের ম্যাচে গোলের দেখা পাওয়া ফরোয়ার্ডরা এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। লাল-সবুজের ফুটবলাররা এখন প্রতিজ্ঞাবদ্ধ—এই ম্যাচেই ফিরবে জয়ের হাসি।











