বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 11:32 pm
October 29, 2025 11:32 pm

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ীভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১২ অক্টোবর) কারা অধিদপ্তরের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং The Prisons Act, 1894 (IX of 1894)–এর ধারা ৩(বি)-এর অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা সেনানিবাসের বাশার রোডের উত্তর পাশে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নং–৫৪’ সাময়িকভাবে কারাগার হিসেবে ব্যবহৃত হবে।

এ ঘোষণা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরই কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে ভবনটি ঠিক কোন উদ্দেশ্যে বা কতদিনের জন্য অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহৃত হবে—সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

অভ্যন্তরীণ নিরাপত্তা বা বিশেষ কোনো প্রশাসনিক প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করছে প্রশাসনিক সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *