বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 9:52 am
October 29, 2025 9:52 am

১৫০ কোটির বিজ্ঞাপনে রণবীর সিংয়ের ঝলক, পরিচালনায় ‘জওয়ান’-খ্যাত অ্যাটলি

বলিউড তারকা রণবীর সিং আবারও আলোচনার কেন্দ্রে। কারণ, তিনি হাজির হচ্ছেন ভারতের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল বিজ্ঞাপন প্রজেক্টে—যার বাজেট ১৫০ কোটি রুপি! ‘চিংস ডিজি চায়নিজ’ ব্র্যান্ডের নতুন এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন দক্ষিণী ব্লকবাস্টার নির্মাতা অ্যাটলি কুমার, যিনি শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে নির্মাণ করেছিলেন জনপ্রিয় ছবি জওয়ান

শনিবার অনলাইনে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞাপনের প্রথম ঝলক। সেখানে দেখা গেছে রণবীরকে সম্পূর্ণ নতুন রূপে—অ্যাকশন গিয়ারে এক গুপ্তচর এজেন্টের চরিত্রে। বিপরীতে রয়েছেন দক্ষিণী তারকা শ্রীলীলা, আর খলনায়কের ভূমিকায় আছেন বলিউডের বহুল আলোচিত অভিনেতা ববি দেওল।

অ্যাটলির স্বাক্ষরধর্মী অ্যাকশন স্টাইল ও সিনেমাটিক ভিজ্যুয়ালের মিশেলে তৈরি হয়েছে এই বিজ্ঞাপন। জানা গেছে, প্রায় ১৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘Agent Ching Attack’ নামের এই অ্যাডটি ভারতের বিজ্ঞাপন শিল্পে নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। তুলনা করলে দেখা যায়, এটির বাজেট অনেক পূর্ণদৈর্ঘ্য বলিউড চলচ্চিত্রের চেয়েও বেশি।

এর আগেও রণবীর সিং ‘চিংস’ ব্র্যান্ডের মুখপাত্র ছিলেন। রোহিত শেঠির পরিচালনায় নির্মিত তার আগের অ্যাড সিরিজও সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে অ্যাটলির সঙ্গে এই নতুন সহযোগিতাকে অনেকেই বলিউড ও বিজ্ঞাপন জগতের “কোলাবরেশনের নতুন যুগ” হিসেবে আখ্যা দিচ্ছেন।

ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে উত্তেজনা। পোস্টারটি ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে পড়ে, ভক্তরা এখন অপেক্ষায় মূল বিজ্ঞাপন প্রকাশের জন্য।

অন্যদিকে, রণবীর সিং বর্তমানে ব্যস্ত তার পরবর্তী সিনেমার শুটিংয়ে, যেটি পরিচালনা করছেন আদিত্য ধর। ছবিতে তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। অ্যাকশন-ড্রামা ঘরানার এই চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *