বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 9:52 am
October 29, 2025 9:52 am

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের বন্দুক হামলা, আতঙ্কে স্থানীয়রা

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার মালিকানাধীন “ক্যাপ’স ক্যাফে”তে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে কানাডার সারেতে অবস্থিত ক্যাফেটিতে অজ্ঞাত ব্যক্তিরা এলোপাতাড়ি গুলি চালায়। মাত্র তিন মাসের মধ্যে এটি ছিল ক্যাফেটিতে তৃতীয় হামলা।

স্থানীয় সময় ভোর ৩টা ৪৩ মিনিটে সারের ১২০ নম্বর স্ট্রিটের ৮৪০০ ব্লকে অবস্থিত ক্যাফেতে গুলির শব্দে চারদিক কেঁপে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেয়াল ও জানালাজুড়ে গুলির চিহ্ন দেখতে পায়। সৌভাগ্যক্রমে, ভেতরে কর্মরত কেউ আহত হননি বলে জানিয়েছে সারে পুলিশ সার্ভিস।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানায়, হামলার দায় স্বীকার করেছে কুলবীর সিধু নামের এক ব্যক্তি, যিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সাধারণ মানুষকে “ক্যাফে থেকে দূরে থাকার” পরামর্শও দেন।

এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি গাড়ির জানালা থেকে হাত বের করে এক ব্যক্তি অন্তত ছয়বার গুলি ছোঁড়ে। পুরো ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায়।

এর আগে গত ৯ জুলাই৭ আগস্টেও একইভাবে ক্যাফেটি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। পরবর্তীতে কুলবীর সিধু ও গোল্ডি ঢিল্লন নামে দুই ব্যক্তি অনলাইনে পোস্ট দিয়ে তিনটি হামলার দায় স্বীকার করে। তাদের দাবি— “আমাদের সাধারণ মানুষের সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে যারা অবৈধ ব্যবসায় জড়িত বা পাওনা পরিশোধ করে না, তারা সাবধান থাকুক।”

তাদের পোস্টে আরও সতর্কবার্তা দেওয়া হয়— “যারা বলিউডে ধর্মবিরোধী বক্তব্য দেয়, তারাও সাবধান থাকুক… গুলি যেকোনো দিক থেকেই আসতে পারে।”

কপিল শর্মা বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত জোরদার করা হয়েছে এবং ক্যাফের নিরাপত্তা বাড়ানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *